উদ্যোক্তা হতে চান নিজের পকেট শূন্য, তাহলে কি করবেন?

উদ্যোক্তা হতে চান নিজের পকেট শূন্য, তাহলে কি করবেন?

নিজের পকেট শূন্য? আসলেই কি উদ্যোক্তা হতে টাকা লাগে? কত টাকা হলে সফল উদ্যোক্তা হতে পারবেন?

ড.মুহিব্বুল্লাহ শাহিন এর লেখা “উদ্যোক্তা এবং সফলতা” বইয়ের মোড়ক অমর একুশে বই মেলায় এই বছর উন্মোচন হয়েছে। ০২ ব্যাচের বন্ধু ড.মুহিব্বুল্লাহ শাহিন এর লেখা “উদ্যোক্তা এবং সফলতা” বইয়ের মোড়ক উন্মোচন করেন ”SSC 2002 BATCH BANGLADESH” বন্ধুরা। 

এ সময় ০২ ব্যাচ বাংলাদেশের এডমিন মাহমুদ হাসান সুমন, শামিম, নাহিন, রাসেল সহ অসংখ্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

বইটির মূল বিষয়বস্তুও চমৎকার !! বইটিতে পাবেন হতাশাকে আশায় পরিণত করার কলা কৌশল !!

আমাদের দেশে বেকার সমস্যা বেড়েই চলেছে ৷ এর সমাধানে শুধু সরকারীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা অসম্ভব ৷ সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করতে ৷ তাতে দেশে বেকার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন করা সম্ভব হবে ৷

তরুণ প্রজন্মের জন্য এই বইটি বাধ্যতামূলক বলা যায় ৷ কারণ নিজস্ব উদ্যোগে নিজ কর্মসংস্থান সৃষ্টি করাসহ অন্যদের জন্যও উপকারে আসার পথ পন্থা নিয়ে রচিত লেখকের এই বইটি।

সৃজনশীল উদ্যোক্তাদের অবদান নিয়ে নানা আলোচনা এসেছে বইটিতে ৷ এছাড়া উদ্যোক্তাদের জীবনের সফলতা ব্যর্থতা নিয়েও গল্পাকারে এসেছে নানা ঘটনা ৷ এই বইটি পড়লে আপনিও হয়তো উদ্যোক্তা হবার পরিকল্পনা করতে পারেন ৷ তাতে সমৃদ্ধ হবেন আপনি,সমৃদ্ধ হবে দেশ ৷

লেখক সমন্ধে কিছু কথাঃ-
লেখক ড.মুহিব্বুল্লাহ শাহিন ১৯৮৮ সালের ১জানুয়ারী বরগুনা জেলার বেতাগী উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। শৈশব থেকেই তিনি খুব মেধাবী ও সাহসী প্রকৃতির। ড. মুহিব্বুল্লাহ শাহিন একজন তরুণ শিল্প উদ্যোক্তা। তাঁর উদ্যোগে দেশে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, সাথে তৈরী হয়েছে কর্মসংস্থান ও অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার সুযোগ ৷ তিনি একজন তরুণ শিল্প উদ্যোক্তা হয়েও আর্তমানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত লাভ করেছেন। দরিদ্র শিক্ষার্থীদের জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিটি পদক্ষেপেই সাধারণ মানুষ,সমাজ ও দেশের উন্নয়নের পরিকল্পনা থাকে ৷

যুগে যুগে মানব কল্যাণে এগিয়ে এসেছেন অসংখ্য মানুষ। তেমনি একজন মানুষের নাম বন্ধু ড.মুহিব্বুল্লাহ শাহিন।

স্থানঃ অমর একুশে বইমেলা-২০২৩
প্রকাশকঃ দি পাথফাইন্ডার পাব্লিকেশন্স
পরিবেশকঃ ভিন্নমাত্রা প্রকাশনী
স্টল নং - ৪০৫